Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাউজহোল্ড লাইভষ্টক সার্ভে- ২০২৪
বিস্তারিত

প্রিয় নান্দাইলবাসী,

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় আগামী ২০/০২/২০২৪ ইং তারিখ হইতে ১১/০৩/২০২৪ ইং তারিখ পর্যন্ত তিন সপ্তাহ ব্যাপী সারাদেশে একযোগে  " হাউজহোল্ড লাইভস্টক সার্ভে-২০২৪" অনুষ্ঠিত হবে। তাই সারাদেশের ন্যায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নান্দাইল, ময়মনসিংহ এর মাঠকর্মীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে গবাদি পশু-পাখির( গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস , মুরগি, কোয়েল, তিতির ইত্যাদি)  তথ্য সংগ্রহ করবেন। আপনারা সকলেই তথ্য দিয়ে সাহায্য করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার " স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ " বিনির্মাণে অংশগ্রহণ করবেন।

                    #ধন্যবাদ সকলকে

"হাউজহোল্ড লাইভষ্টক সার্ভে-২০২৪" এর প্রয়োজনীয়তা:

(১) টিকা প্রয়োগের সঠিক চাহিদা নিরুপন করা যাবে।

(২) গবাদিপশুপাখির খাদ্যের চাহিদা ও উৎপাদনের সমন্বয় সাধন করা যাবে।

(৩) আঞ্চলিক তথা জাতীয় অর্থনীতিতে গবাদিপশু পাখির অবদানের বর্তমান অবস্থার সঠিক তথ্য নিরুপন।

(৪) খামারিদের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ডাটাবেজে তথ্য সন্নিবেশ।

(৫) খামার উন্নয়নে প্রয়োজনীয় বিবিধ তথ্য দ্রুততার সাথে সরকারকে অবহিতকরণ এবং তদপ্রয়োজনে দ্রুত ব্যবস্থা গ্রহণ।

(৬) প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যেকোন আপদকালীন সময়ে ক্ষতি নিরুপনে সম্যক অবস্থা সম্পর্কে সরকারকে ধারণা প্রদান।

(৭) ইত্যাদি

(উল্লেখ্য, এসময়ে কোন আর্থিক লেনদেন গ্রহণযোগ্য নয়)


নির্দেশনায়ঃ

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল

নান্দাইল, ময়মনসিংহ ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/02/2024
আর্কাইভ তারিখ
31/03/2024